সাম্প্রতিক (২০২৩-২০২৪ অর্থ বছরে) অর্জনসমূহ
সমবায়কে উন্নয়নমুখী ও টেকসই করার জন্য সমবায় অধিদপ্তরের কাজের ধারাবাহিকতা রক্ষার পাশাপাশি ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলার ভিত্তি প্রস্তুতের ক্ষেত্রে জেলা সমবায় কার্যালয়, খাগড়াছড়ি চলমান অর্থ বছরে উল্লেখযোগ্য সাফল্য অর্জনে সক্ষম হয়েছে। কর্মকর্তাগণের উদ্ভাবনী প্রয়াসের ফলে সমবায়কে আরও গণমানুষের সংগঠনে পরিণত করতে ও এর গুণগত মান উন্নয়নে এ জেলায় উৎপাদনমুখী ও সেবাধর্মী সমবায় গঠন, সমবায় উদ্যোক্তা সৃষ্টির কৌশল অবলম্বন, সমবায় পণ্য উৎপাদন ও বাজারজাতকরণে সহায়ক ভূমিকা পালন করতে সক্ষম হয়েছে। চলমান অর্থবছরে বর্তমান সময় পর্যন্ত মোট 10টি নতুন সমবায় সমিতি গঠন করা হয়েছে এবং 251 জন নতুন সমবায়ীকে সদস্যভুক্ত করা হয়েছে। চলমান অর্থবছরে বর্তমান সময় পর্যন্ত 09টি কেন্দ্রীয় সমবায় সমিতি ও 322টি প্রাথমিক সমবায় সমিতির নিরীক্ষা সম্পন্ন করা হয়েছে। চলমান অর্থবছরে বর্তমান সময় পর্যন্ত 260 জন সমবায়ী (পুরুষ) ও 65জন সমবায়ী (মহিলা) কে ভ্রাম্যমাণ প্রশিক্ষণের মাধ্যমে চাহিদা ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এছাড়াও ৭০% সমবায় এর নির্বাচন অনুষ্ঠান, নিরীক্ষিত কার্যকর সমবায় এর মধ্যে 50% এর এজিএম আয়োজন এবং হিসাব বিবরণী প্রাপ্তি নিশ্চিত করা হয়েছে। এছাড়াও ‘রূপকল্প ২০৪১’, ‘এসডিজি’ অর্জন এবং 8ম পঞ্চবার্ষিকী পরিকল্পনার আলোকে সমবায় অধিদপ্তর কর্তৃক গৃহীত উন্নয়ন প্রকল্পের কিছু কার্যক্রম এ জেলায় বাস্তবায়ন করা হচ্ছে।
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস